Header Ads

ad728
  • Breaking News

    টেলিযোগাযোগ আঙ্কেল ও তথ্য সংঘ কাকু (#GK)

    আমার বাবার  দুইজন খুব ভাল বন্ধু ছিল। আমি তাদের একজনকে টেলিযোগাযোগ আঙ্কেল ও অন্যজনকে তথ্য সংঘ  কাকু বলে ডাকতাম। আমাদের বাসায় প্রতিবছর 17 May টেলিযোগাযোগ আঙ্কেল ও তথ্য সংঘ  কাকু বেড়াতে আসেন। প্রতিবার এসে তারা দুজনেই খুব সুন্দর সুন্দর বিজ্ঞানমূলক কথা বলেন। যা আমাদের খুব ভাল লাগে। এইবার মানে 17 May 2018 তে যখন তারা বেড়াতে এলেন তখন বললেন, "সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি" করতে হবে। 



    মূল বিষয়



    17 May বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। 2018 তে দিবসটির উপপাদ্য ছিল "সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি"।

    নোট


    আমরা সব সময় মুখস্ত করার চেষ্টা করে নিজের ব্রেনকে প্রতিনিয়ত চাপ দিচ্ছি। মুখস্ত মানে তো মনে রাখা। তাই যদি একটু সহজ উপায়ে মনে রাখতে পারি তাহলে ক্ষতি কি। তাই সব কিছু গল্প আকারে দেখার চেষ্টা করুন। আশা করছি একেবারে মুখস্ত বিদ্যার থেকে এই বিদ্যায় একটু হলেও মনে থাকবে বেশি

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728